শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে শত্রু মনে করছে রাশিয়া: জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২১শে মে ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ন
শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে শত্রু মনে করছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এক সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এক শিশুসহ সাতজন আহত হয়েছে। এ ঘটনার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলীয় লাজোভা শহরে নতুন করে সংস্কার করা হাউস অব কালচারে রাশিয়া হামলা চালিয়েছে।


তিনি এর তীব্র সমালোচনা করে বলেন, দখলদাররা শিক্ষা, সংস্কৃতি ও মানবতাকে তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে। এসব তাদের ক্ষেপণাস্ত্র কিংবা বোমা থেকে রক্ষা পাচ্ছে না।জেলেনস্কি এ হামলাকে চরম মূর্খতা এবং চরম শয়তানি বলে উল্লেখ করেন।স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ভিক্টর জাবাশতা ইউক্রেনের বার্তা সংস্থাকে জানান, হামলায় সাত ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে এখনও কেউ মারা যায়নি।


জেলেনস্কি একটি ভিডিও সরবরাহ করেন। এতে দেখা গেছে আবাসিক ভবনের কাছের একটি বৃহৎ ভবন থেকে ধোঁয়ার কুন্ডলি উড়ছে। এর আগে এখান থেকে একটি বড়ো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর ধংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।