স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের আঁচ আগেই পেয়েছিলেন স্ত্রী।
তাই আগে থেকেই চটে তিনি। অপেক্ষা ছিল শুধু হাতেনাতে ধরার। অবশেষে সুযোগ মিলতেই সদ্ব্যবহার করলেন।
বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। খবরটি কোনওভাবে পৌঁছে যায় তাঁর স্ত্রীর কানে। তড়িঘড়ি করে সেখানে পৌঁছে গাড়ি থেকে টেনে নামান স্বামী ও তাঁর বান্ধবীকে। তার পর জনসমক্ষে জুতো দিয়ে বেধড়ক মারধর শুরু করেন। তবে তিনি একা ছিলেন না। শাশুড়ির হাতেও জুতোপেটা খেয়েছেন বিজেপি নেতা। সেই মারধরের ভিডিও স্ত্রীই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ব্যস, ঝড়ের গতিতে নেট মাধ্যমে ভাইরাল হয় সেটি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে। বিজেপি নেতার নাম মোহিত সোনকর। তিনি বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। এই ঘটনার সময় স্ত্রীর আত্মীয় এবং আরও কয়েকজন সাধারণ মানুষও নেতাকে চড় থাপ্পড় মারেন। স্ত্রীর জুতোপেটা খেয়েছেন তাঁর বান্ধবীও।
ভর সন্ধেয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ওই বিজেপি নেতা, তাঁর বান্ধবী এবং স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।