'পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র'

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৩শে ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪৫ অপরাহ্ন
'পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের। আফগান যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘ তিক্ত সম্পর্কের পর শুক্রবার এ সুসম্পর্কের দাবি করলেন ট্রাম্প।-খবর রয়টার্সের হোয়াইট হাউসে চীনের সঙ্গে বাণিজ্যবিষয়ক এক সম্মেলনে ট্রাম্প বলেন, শেষ সময়ে এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন ঘটেছে। পাকিস্তানের সঙ্গে কয়েকটি বৈঠকও করবে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতরা বলেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া জালমি খলিলজাদের সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি কাতারে তালেবানের দ্বিতীয় দফা বৈঠক হবে।

বৈঠকে আফগান সরকারকে পাশ্চিমাদের পুতুল আখ্যায়িত করে তাদের অংশগ্রহণ চাচ্ছে না তালেবান বিদ্রোহীরা। ভারত যদি সহিংসতার আশ্রয় নেয় তবে তাতে শান্তি আলোচনায় প্রভাব পড়বে-এমন মন্তব্যের জেরে মঙ্গলবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে আফগান সরকার। কাশ্মীরের পুলওয়ামায় প্রাণঘাতি হামলায় ৪৫ সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়েছে। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে।

ইনিউজ ৭১/এম.আর