সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৪২ অপরাহ্ন
সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী

কাশ্মীরে ভারতের হামলার পরে সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে ব্যাপক শেলিং শুরু করেছে পাকিস্তান। শুধু রাজৌরিই নয়, আখনুর, কৃষ্ণা ঘাঁটিসহ আন্তজাতিক সীমান্ত বরাবর একাধিক জায়গাতে হেভি শেলিং করছে পাকসেনা। ভারতের প্রত্যাঘাতের গোলাবর্ষণের পরিমাণ বাড়িয়েছে পাকিস্তান। ভারী অস্ত্রের সাহায্যে এই হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা। যদিও পালটা জবাব দেওয়া হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকেও। ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ এ প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আসে ভারতীয় বিমানবাহিনী। মুড়ি মুড়কির মতো ১০০০ পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আর এরপরেই গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান সেনা। ভারতীয় সেনাবাহিনীর ছাউনি টার্গেট করে এই হামলা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে, যুদ্ধকালীন তৎপরতায় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে। কারণ ভারতের হামলার পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না। আগামীদিনে গোলাবর্ষণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে ভারতীয় সেনা। আর সেজন্যে সব দিক থেকে তৈরি হচ্ছে তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব