কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধে ভারতের ৪ সৈন্য নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১লা মার্চ ২০১৯ ০৯:১০ অপরাহ্ন
কাশ্মীরে ফের বন্দুকযুদ্ধে ভারতের ৪ সৈন্য নিহত

পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় ‘সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে’ দেশটির নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে আরও প্রায় ৮ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। কুপওয়ারা পুলিশের একটি সূত্র জানায়, বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও পুলিশ মিলে একটি এলাকায় যৌথ অভিযানে গেলে সন্ত্রাসীরা বেরিয়ে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। 

এসময় সিআরপিএফের এক পরিদর্শক, এক জওয়ান এবং দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও ৮ জন। একইদিন সকালে কাশ্মীরেই আরেকটি ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতের নিরাপত্তা বাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন। কুপওয়ারা জেলার ওই এলাকায় আরও বিস্তৃত অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব