৬৮ কোটি টাকার বাড়ি কিনল ৬ বছরের শিশু!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৭শে জুলাই ২০১৯ ০১:২৪ অপরাহ্ন
৬৮ কোটি টাকার বাড়ি কিনল ৬ বছরের শিশু!

যে বয়সে বাবা ও মায়ের কাছে বায়না ধরার কথা সেই বয়সে নিজের আয়ে বাড়ি! অবিশ্বাস্য ও অবাস্তব হলে তা বাস্তবে রূপদান করেছে দক্ষিণ কোরিয়ার ৬ বছর বয়সের এক শিশু বালক। বাড়ি কিনেছেন আশি লাখ মার্কিন ডলার দিয়ে। নিজের আয় থেকে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৬৮ কোটি টাকা। নিজের ইউটিউব চ্যানেল থেকে এ অর্থ আয় করেছে দক্ষিণ কোরিয়ার ঐ শিশু। জানা যায়, বোরাম নামের শিশুটি নিজের নামে দুটি ইউটিউব চ্যানেল খুলেছে। এর মধ্যে একটি চ্যানেলের দর্শক সংখ্যা ১ কোটি ৩৬ লাখ অপরটির ১ কোটি ৭৬ লাখ। বোরাম একটি চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম পুতুলের আপডেট দিয়ে থাকে।

এ ছাড়া অন্য একটি চ্যানেলে বোরামকে দেখা গেছে তাত্ক্ষণিক (ইন্সট্যান্ট) নুডলস বানাতে। তবে বোরামের পথচলা কিন্তু শুরু থেকে মসৃণ ছিল না। নানা বিতর্ক হয়েছে তার চ্যানেলগুলো নিয়ে। বিশেষ করে এতো অল্প বয়সে ইউটিউব চ্যানেল চালানো ঠিক হচ্ছে কি না তা নিয়েও বিতর্ক হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিকরা বোরামের বিরুদ্ধে সেভ দ্য চিলড্রেনের কাছে নালিশ জানিয়েছিল। কেউ কেউ এক পা বাড়িয়ে আদালতে পর্যন্ত গিয়েছে। কিন্তু আদালত বোরামের পক্ষেই রায় দিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিককালে শিশুদের ইউটিউব চ্যানেলগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফোবর্স ম্যাগাজিনের তথ্যমতে, গত বছর যুক্তরাষ্ট্রের সাত বছর বয়সি শিশু রায়ান কাজী তার ইউটিউব চ্যানেল থেকে দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

ইনিউজ ৭১/এম.আর