বোরকা পরা মুসলিম নারীদের ‘ব্যাংক ডাকাত’ বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৫ অপরাহ্ন
বোরকা পরা মুসলিম নারীদের ‘ব্যাংক ডাকাত’ বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে বিদ্রুপ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রী বরিস জনসনের লেখা একটি কলাম প্রকাশের পর ইসলামভীতি হামলার সংখ্যা ৩৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। গেলো বছরের আগস্টে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফে বরিস জনসনের ওই কলামটি প্রকাশ করা হয়, যেখানে বোরকা পড়া নারীদের চিঠির বাক্স এবং ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেন বরিস।

কলাম প্রকাশের পর এক সপ্তাহের মধ্যে ৩৮টি মুসলিম-বিরোধী ঘটনা ঘটে। যার মধ্যে ২২টি ঘটনাই ঘটেছে বোরকা বা নিকাব পরিহিত নারীর সঙ্গে। ৪২ শতাংশ ঘটনার সঙ্গে বরিস জনসনের বক্তব্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ২০০৫ সালে লন্ডনে টিউব বোমা হামলার পর ইসলাম-ভীতিকে স্বাভাবিক ঘটনা আখ্যা দেন বরিস। এর জন্য, ইসলামকেই দায়ী করেন তিনি।

বরিসের এমন বক্তব্য বরাবরই কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের ইসলামী সংগঠনগুলো। এছাড়া, এ বছর ইউগোভ পরিচালিত এক জরিপে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ৬০ শতাংশ সমর্থন, ইসলামকে পশ্চিমা সংস্কৃতির জন্য হুমকি বলে আখ্যা দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব