নারীদের সঙ্গে প্লাস্টিক কুড়ালেন মোদিও!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১১ই সেপ্টেম্বর ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন
নারীদের সঙ্গে প্লাস্টিক কুড়ালেন মোদিও!

আজ বুধবার উত্তরপ্রদেশের মথুরায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দেখেন, একটি মাঠ থেকে কয়েকজন নারী প্লাস্টিক কুড়াচ্ছিলেন। তা দেখে প্রধানমন্ত্রীও তাদের পাশে বসে প্লাস্টিক কুড়াতে শুরু করেন। সিঙ্গল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে দেশবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্যই নিজে প্লাস্টিক কুড়ান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মথুরায় যে নারীরা মাঠ থেকে প্লাস্টিক কুড়াচ্ছিলেন, তাদের হাতে ছিলো গ্লাভস। নাক-মুখও ঢাকা ছিলো। তাদের কাছে গিয়ে মোদি করেন, প্রতিদিন প্রতিটি বাড়ি থেকে কী পরিমাণে বর্জ্য পাওয়া যায়। তার মধ্যে কী পরিমাণ প্লাস্টিক থাকে। তারপর অন্যান্য বর্জ্য থেকে প্লাস্টিককে আলাদা করার প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত সোমবার জাতিসংঘের এক কনফারেন্সে মোদি জানান, ভারত সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। অন্যান্য দেশকেও সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। এদিকে মোদি সরকার জানায়, ২০২২ সালের মধ্যে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব