বিশ্ব বাজারে কমেছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৭ই মার্চ ২০২০ ০১:৩৮ অপরাহ্ন
বিশ্ব বাজারে কমেছে তেলের দাম

করোনাভাইরাস সঙ্কটে উৎপাদন কমিয়ে আনতে পেট্রোলিয়ার রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের প্রস্তাবে রাশিয়া রাজি না হওয়ায় শুক্রবার ৭ শতাংশের বেশি দাম কমেছে তেলের। যার জেরে তেলের দাম গত প্রায় ৩ বছরের মধ্যে তলানিতে এসে নেমেছে।এদিন বাজার খোলার পরে ব্রেন্টের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩.৭১ মার্কিন ডলার বা ৭.৪% কমে দাঁড়িয়েছে ৪৬.৩১ মার্কিন ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল তেলের দাম ৭.৪ শতাংশ বা ৩.৪১ মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৪২.৪৯ মার্কিন ডলার।

২০১৭ সালের জুলাই মাসে ব্রেন্টের বাজারে এবং ওই বছরের জুনে শেষ ডব্লিউটাই-এর বাজারে শেষবার তেলের দাম এতটা হ্রাস পেয়েছিল।আন্তর্জাতিক বাজারে দামের পতন নিয়ন্ত্রণে প্রতিদিন আরও দেড় কোটি ব্যারেল তেলের উৎপাদন হ্রাস করার পক্ষে ওপেক। ২০২০ সাল শেষ না হওয়া পর্যন্ত এই পদক্ষেপের পক্ষে তারা। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাশিয়া এই প্রস্তাবে রাজি নয়। আর রাশিয়াকে বাদ দিয়ে উৎপাদন ছাঁটার পক্ষে নয় বিশ্বের তেল উৎপাদক দেশগুলির সংগঠন।