চীনে একদিনে নতুন করে ১২৭ জনের করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৮৪ হাজারের বেশি।
করোনার সূচণা হওয়ার পর দেশটিতে হু হু করে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। তবে, অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসার পর নতুন করে একদিনে ১২৭ জন শনাক্ত হওয়ায় আবারো এই প্রাণঘাতী ভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। চীনে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৯২ জন। আর এতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জরেন।
এদিকে, মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি। আর মারা গেছেন ৬৩৯ জন। তাছাড়া, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ছয় সপ্তাহের লকডাউনের মধ্যেই নতুন করে ৬২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
অন্যদিকে, এশিয়ার দেশ ভিয়েতনামের দানাং শহরে একদিনে সর্বোচ্চ ৪৫ রোগী শনাক্ত হয়েছে। এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ। আর এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ৯ লাখের বেশি মানুষ। তবে গুরুতরে ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৬৬ হাজারের বেশি মানুষ
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।