হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প: স্যান্ডার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২০ ১২:৩৩ অপরাহ্ন
হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প: স্যান্ডার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স একথা বলেন। খবর পলিটিকোর।

তিনি মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়ার ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। স্যান্ডার্স বলেন, এটি কোনো অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং ডোনাল্ড ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন।এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কিছুদিন আগে দেয়া তার এক বক্তৃতায় বলেছেন, 'এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে'।

বার্নি স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই বক্তব্য দিচ্ছেন যখন সমস্ত জাতীয় পর্যায়ের জরিপে বলা হচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন। এ প্রবীণ সিনেটর বলেন, দেশের জনগণকে সতর্ক থাকতে হবে- যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য।এর আগে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছিলেন, কারচুপি না হলে কোনোভাবেই তাকে হারানো যাবে না।