ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গোনি' আঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১লা নভেম্বর ২০২০ ১০:৩৪ পূর্বাহ্ন
ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গোনি' আঘাত

বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় 'গোনি' ফিলিপাইনে আঘাত হেনেছে। রবিবার কাতানদুয়ানেস দ্বীপে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া বিভাগ। এতে এখন পর্যন্ত দুইটি ভূমিধসের ঘটনা ঘটেছে। খবর বিবিসিরখবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি দেশটির রাজধানী ম্যানিলা অতিক্রম করেছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দশ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ঘূর্ণিঝড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এএফপির খবরে জানা যায়, দেশটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ১২ ঘণ্টায় লুজোন ও কাতানদুয়ানেস দ্বীপে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এসব এলাকার পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। সক্রিয় দুই আগ্নেয়গিরি মায়োন ও টালের দিকেও নজর রাখছে কর্তৃপক্ষ।আবহাওয়া বিভাগ বলছে, দক্ষিণাঞ্চলের লুজোন এলাকা ও সাউথ চায়না সাগরে ঢোকার পর বিকেলে বা সোমবার সকালের দিকে গোনি দুর্বল হতে পারে।