হাঁটু পানি পেরিয়ে যেতে হয় বাড়ি !

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৫ অপরাহ্ন
হাঁটু পানি পেরিয়ে যেতে হয় বাড়ি !

সদর উপজেলার তালতলী থেকে চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামের প্রায় ছয় কিলোমিটার সড়ক জোয়ার হলেই ডুবে যায়। কীর্তনখোলা নদী আর আড়িয়াল খাঁ নদের তীরে সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ জোয়ারের সময় থাকে পানির নিচে।

এছাড়া সড়কের এই অংশের পুরোটাই খানাখন্দ। স্থানীয় লোকজন ইট ও পাথর ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করলেও সরকারীভাবে গ্রহণ করা হয়নি কোনো পদক্ষেপ। এতে প্রায় পাঁচবছর ধরে জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ।


ভূক্তভোগীদের অভিযোগ, সংস্কারের অভাবে সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটে ছোটবড় অসংখ্য দুর্ঘটনা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দীর্ঘদিন থেকে সড়কটি সংস্কারের জন্য দাবি জানিয়ে আসলেও কোন প্রতিকার মেলেনি।


সোমবার সকালে সরেজমিনে লামছড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর তীরবর্তী সড়কটি জোয়ার আসলেই পানির নিচে তলিয়ে যায়। এসময় সড়কের ওপর হাঁটু সমান পানি জমে যায়। এছাড়া সড়কের প্রায় দুই কিলোমিটার অংশে চলাচলের উপায় নেই বললেই চলে। পুরোটাই ভাঙা ও খানাখন্দে ভরা।


চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা সত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।


বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান বলেন, তালতলী থেকে লামছড়ি সড়কের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত এর সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।