পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, মানিকজঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার ২১শে ডিসেম্বর ২০২১ ০৬:৩২ অপরাহ্ন
পাটুরিয়ায় ফেরি পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

পাটুরিয়ায় অতিরিক্ত যানবাহনের চাপ ও ফেরি কম চলাচল করায় দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল থেকে পাটুরিয়াঘাটে আটকে পড়েছে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ৫ শতাধিক যানবাহন। যানবাহনের সারি ঘাট এলাকা মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে।


ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯ ফেরি মধ্যে চলাচল করছে ১৪টি ফেরি। বাকি ৫টি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফেরি কমে যাওয়ায় পারাপারে সময় বেশি লাগছে। তাছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের অতিরিক্ত যানবাহন এই পথে চলে আসায় যানবাহনের চাপও বেড়েছে।


যাত্রী দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাসগুলোকে আগে পারাপার করা হচ্ছে। এতে ট্রাক আটকে থাকছে বেশি সময় ধরে।


দুপুর ১২টা সরেজমিনে দেখা যায়, পাটুরিয়ায় পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যাত্রীবাহী বাস, ব্যক্তিগত বাহন (প্রাইভেটকার, মাইক্রোবাস) ও চার শতাধিক পন্যবোঝাই ট্রাক আটকে রয়েছে।