ফসলি মাঠে পড়েছিল গলিত লাশের বিচ্ছিন্ন কঙ্কাল, টেনে নিয়ে যাচ্ছিল কুকুর!

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: সোমবার ২২শে এপ্রিল ২০২৪ ১০:১৬ অপরাহ্ন
ফসলি মাঠে পড়েছিল গলিত লাশের বিচ্ছিন্ন কঙ্কাল, টেনে নিয়ে যাচ্ছিল কুকুর!

কুমিল্লার দেবীদ্বারে নির্জন ফসলি মাঠের মধ্যেভাগে ডোবার পাশ থেকে অজ্ঞাত গলিত লাশের বিচ্ছিন্ন কংকাল উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন মরিচা গ্রামের হাফিজ উদ্দিনের ভুট্টা খেতের পাশের ডোবার ধার থেকে মানবদেহের ওই গলিত কঙ্কাল উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টায় এলাকার একজন মহিলা মাছের প্রজেক্টের পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দেখে ভুট্টা ক্ষেতের পাশের ঝোঁপ থেকে একটি কুকুর মানুষের কব্জী থেকে হাতের আঙ্গুলের অংশ টেনে বের করে নিয়ে যাচ্ছে। এসময় ঘটনা প্রত্যক্ষ করা ওই মহিলার সূর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তখন কুকুরটি বিচ্ছিন্ন একটি হাতের অংশ নিয়ে দৌড়ে চলে যায়। অন্য হাতের অংশটির ছবি স্থানীয়রা তোলার সময় কিছুক্ষণ পর লোকজনের সামনেই ওই হাতটি নিয়েও কুকুরটি পালিয়ে যায়। খবর পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থলে ছুটে যায় এবং বিকাল ৫ টায় কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। অজ্ঞাত লাশে(৩০/৩২)র পরনে কালো প্যান্ট ও নীল রংএর একটি গেঞ্জী ছিল, লাশের পুরো কংকালটি উদ্ধার করা সম্ভব হয়নি। ২টি হাতের কব্জীর অংশ কুকুরে নিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায়নি।


স্থানীয় শরিফুল ইসলাম জানান- কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশের কংকালের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করলেও ২টি হাতের কব্জী পর্যন্ত উদ্ধার করতে পারেনি।


এ বিষয়ে সোমবার (২২এপ্রিল) রাত ৯ টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নয়ন মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে কুমিল্লা পিবিআই ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত কঙ্কালটি কোমর, মাথা ও বোক আলাদাভাবে ৩টি অংশে বিভক্ত ছিল। কঙ্কাল হয়ে যাওয়ায় ছোড়তহালে তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি তবে প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।