কুড়িগ্রামের উলিপুরে এবার ঈদের আনন্দে ভরপুর হলো ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থী। পৌর শহরের খাওনারদরগাহ এলাকায় শনিবার (২২ মার্চ) দুপুরে এক বিশেষ অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়েছে। জর্ডান প্রবাসী মোহাম্মদ নুর আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ১৫১টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পোশাক সরবরাহ করা হয়।
ঈদ উপহার হিসেবে বিতরণ করা পোশাকের মধ্যে ছিলো ছেলেদের জন্য পাঞ্জাবী, পায়জামা, টি-শার্ট এবং মেয়েদের জন্য শাড়ি, সেলোয়ার কামিজ। এছাড়া, ঈদ সামগ্রী পরিবহনের জন্য শিক্ষার্থীদের যাতায়াত ভাড়াও প্রদান করা হয়। মোট ১০ হাজার ছেলে এবং ৫ হাজার মেয়ে শিক্ষার্থী এই উপহার পেয়েছেন।
উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার মোট ১৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগণ এই ঈদ উপহার গ্রহণ করেন। তারা এই উপহারের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরে আলম, আবুল কালাম আজাদ, একেএম মোস্তাফিজুর রহমান, নাজমুল হক মানিকসহ অন্যান্য অতিথিরা।
ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগারী দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘ঈদ উপহার হিসাবে শিক্ষার্থীরা যে পোশাক পেয়েছে, তা তাদের জন্য অনেক বড় উপকারিতার। তাদের মধ্যে ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের উপহার প্রদান যেন অব্যাহত থাকে, আমাদের এটাই প্রত্যাশা।’
জর্ডান প্রবাসীর ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা আগামী বছরও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।’
এছাড়া, জানানো হয়েছে, এই ধরনের ঈদ উপহার বিতরণের উদ্যোগ দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন জর্ডান প্রবাসী মোহাম্মদ নুর আলম। ঈদুল ফিতরের সময়ে তিনি দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, ফ্রগ বিতরণ করেন, এবং এবার তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।