১৬ আসামির মৃত্যুদণ্ড চেয়ে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৯শে মে ২০১৯ ০৩:৩৯ অপরাহ্ন
১৬ আসামির মৃত্যুদণ্ড চেয়ে চার্জশিট দাখিল

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের এক মাস ১৯ দিনের মাথায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামির বিরুদ্ধে ফেনীর আদালতে চার্জশিট জমা দিয়েছে পিবিআই। বুধবার (২৯ মে) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ চার্জশিট জমা দেয়া হয়।

পিবিআই জানায়, ৮০৮ পৃষ্ঠার চার্জশিটে অভিযুক্তদের মধ্যে ১৬ জনের সম্পৃক্ততার কথা তুলে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির সুপারিশ করা হয়েছে। এছাড়া জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। হত্যার নির্দেশদাতা অধ্যক্ষ সিরাজ এবং মাদ্রাসা কমিটির সভাপতি রুহুল আমিন ও কাউন্সিলর মাকসুদুল আলমের বিরুদ্ধে কিলিং মিশন বাস্তবায়নে সার্বিক সহায়তার কথাও উঠে এসেছে পিবিআই’র প্রতিবেদনে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় নুসরাতের ভাই বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। পরে পিবিআইকে মামলার তদন্তভার দেয়া হয়। অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৮ আসামিসহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের সাক্ষ্যতে উঠে আসে নুসরাতকে মর্মান্তিকভাবে পুড়িয়ে হত্যার পুরো ঘটনা। এরপর বিভিন্ন আলামত উদ্ধারের পর পিবিআই’র তদন্ত আরও গতিশীল হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব