আত্মীয়ের সঙ্গে স্ত্রী অদল-বদল করতে চাওয়ায় স্বামীকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক ॥
স্বামী তার নিজের এক আত্মীয়ের সঙ্গে স্ত্রী অদল-বদল করতে চাওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন স্ত্রী। এরপর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শনিবার রাতে ভারতের বেঙ্গালুরুর মাদানাইয়াকানাহাল্লিতে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম স্বামী রাজ (৪৬)। হারুকিয়াতানাহাল্লি গ্রামের বাসিন্দা রাজ, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছর বয়সী নেত্রাকে বিয়ে করেন। নেত্রা পেশায় একজন বিউটিশিয়ান।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্ত্রী অদল-বদলের প্রস্তাব দেয়ার পর স্বামীর সঙ্গে ঝগড়া হয় নেত্রার। পরে রাজ ঘুমিয়ে যাওয়ার পর তার ওপর হামলা চালান তিনি। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর মাদানাইয়াকানাহাল্লি থানায় আত্মসমর্পণ করেন নেত্রা।
আরও তদন্তের জন্য তাকে কাস্টডিতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও রাজের প্রথম স্ত্রী সত্যকুমারীর দাবি, পাঁচ আগে নেত্রার সঙ্গে বিয়ে হওয়ার পর প্রায়ই রাজের সঙ্গে নেত্রার ঝগড়া হতো।
তার দাবি, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরেই এই ঝগড়া হতো। আর হত্যার এটাই আসল কারণ। এ ঘ্টনায় মাদানাইয়াকানাহাল্লি থানায় একটি মামলা দায়ের করেছেন সত্যকুমারী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।