বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতামনা: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৬ই জানুয়ারী ২০২১ ০১:৫৬ অপরাহ্ন
বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতামনা: নৌ প্রতিমন্ত্রী

মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতামনা। তাই বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলকে কৃতজ্ঞতা জানানো উচিত বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।


বুধবার (৬ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে খেলোয়ার কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


খেলোয়ার কল্যান সমিতির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী’র সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, নবাগত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক সংরক্ষিত সাংসদ সেলিনা জাহান লিটা,


জেলা আওয়ামী লীগের সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, বাফুফে সদস্য আরিফ হোসেন মুন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভসহ প্রমুখ।


এসময় প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক পরিবার আছে, কিন্তু বঙ্গবন্ধু পরিবার হচ্ছে ক্রীড়ানুরাগী পরিবার। বঙ্গবন্ধু নিজেও একজন খেলোয়ার ছিলেন এবং তার দুই সন্তান শেখ কামাল ও শেখ জামালও খেলোয়ার ছিলেন বলেই বাংলাদেশে অভূত পূর্ব ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্ঠি হয়েছে।খালিদ মাহামুদ আরো বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতামনা তাই বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলকে কৃতজ্ঞতা জানানো উচিত।


খেলায় অংশগ্রহণকারী দল ট্রাইব্রেকারে শিক্ষাবিদ আশির উদ্দীন ফুটবল একাডেমি নীলফামারী রাণীশংকৈল খেলোয়ার কল্যাণ সমিতিকে ৩ গোলে হারিয়েছে। খেলা শেষে নৌ-প্রতিমন্ত্রী দলের খেলোয়ারদের মাঝে ক্রেস বিতরণ করেন। 


এর আগে বিকেল ৩ টায় আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী স্কুলে অভিভাবক সমাবেশে নৌ প্রতিমন্ত্রী যোগদেন।সেখানে তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো নেই, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।