শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে আন্দোলনে ব্যর্থ একটি মহল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে ফেব্রুয়ারি ২০২১ ০১:১০ অপরাহ্ন
শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে আন্দোলনে ব্যর্থ একটি মহল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিভিন্ন আন্দোলনে ব্যর্থ হয়ে একটি মহল শিক্ষার্থীদের ব্যবহার করতে চাইছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। 


শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে হলগুলোর সংস্কারকাজ এবং শিক্ষার্থীর সুরক্ষার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় খোলার জন্য সময় নেওয়া হয়েছে।’


এসময় শিক্ষার্থীদের সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। 


তিনি বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠক হবে, সেখানে আগামী ১ মার্চ থেকে স্কুল খুলে দেওয়া হবে কী না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’