অন্য ধর্মকে হেয় করার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে অক্টোবর ২০২১ ০১:৫৮ অপরাহ্ন
অন্য ধর্মকে হেয় করার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী

অন্য ধর্মকে হেয় করার অধিকার কারও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।


শেখ হাসিনা বলেন, অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে, যা দুঃখজনক। সব ধর্ম ও বর্ণের মানুষের সম্মান রক্ষা করবে বাংলাদেশ।এ সময় কুমিল্লার ঘটনায় গৃহহারাদের ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলছে বলেও জানান সরকার প্রধান।