ছুটির দিনে শিশুদের পদচারণায় জমে উঠেছে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২৫শে ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৭ অপরাহ্ন
ছুটির দিনে শিশুদের পদচারণায় জমে উঠেছে একুশে বইমেলা

সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। করোনার কারণে এবার বইমেলায় প্রথম শুক্রবার ছিল না ‘শিশু প্রহর’।


আজ দ্বিতীয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মেলার দশম দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে পুরো মেলা চত্বর। কারণ, মেলায় শিশুদের জন্য চালু হয়েছে সিসিমপুর। অভিভাবকদের সঙ্গে দলবেঁধে মেলায় এসেছে নানা বয়সের শিশু-কিশোররা। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে দেখছে নিজেদের পছন্দের বই।


বিশেষ করে বাংলা একাডেমি শুক্রবারের মেলার একটা অংশকে ‘শিশুপ্রহর’ ঘোষণা দেওয়ায় অনেক অভিভাবক শিশুদের নিয়ে ভিড় করছেন।


আজ শুক্রবার শিশু-কিশোরদের আগমনে বিক্রি বেড়েছে মেলার শিশু চত্বরের স্টলগুলোতে। এই অংশের স্টল মালিকরা জানান, ছুটির দিন ছাড়া অন্য দিন মেলায় শিশু-কিশোরদের উপস্থিত কম থাকে। কারণ, অভিভাবকদের ছাড়া তারা আসতে পারে না।


লেখকরা বলছেন, শিশুদের বই পড়তে দিতে হবে। তাহলে তাদের মেধার বিকাশ হবে।


লেখক জাফর ইকবাল বলেন, শিশুদের বই পড়াটা গুরুত্বপূর্ণ। ওদের জোর করে একটা বিষয়ের ওপর ঠেলে দেওয়া যাবে না। একটা বই পড়ার জন্য যে সময়টা দিতে হয় সেটা গুরুত্বপূর্ণ।