বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ডজনে কমেছে ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৯শে আগস্ট ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ন
বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ডজনে কমেছে ৪০ টাকা

ঘাটতি নেই, চাহিদাও স্বাভাবিক। তারপরও এক সপ্তাহ আগে ডিমের ডজন ঠেকে ১৬০ টাকায়। এ অবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসে। আর বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন আমদানির। এতেই বৃহস্পতিবার একদিনের ব্যবধানেই ডজনে কমেছে ৪০ টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য পরস্পরকে দোষারোপ করেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।


দোকানে সাজানো সারি সারি ডিম। সরবরাহেও নেই কোনো ঘাটতি। তবু গরিবের মাংস হিসেবে খ্যাত ডিমের বাজারে আগুন। গত সপ্তাহে খাদ্যমূল্য আর জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে হঠাৎ এক লাফে ডিমের হালি হয়ে যায় ৫৫ থেকে ৬০ টাকা।


এক সপ্তাহ অস্থিরতার পর সরকারি নানা তৎপরতা আর বাণিজ্যমন্ত্রীর ডিম আমদানির হুঁশিয়ারিতে একদিনেই প্রতি ডজনে ডিমের দাম কমে যায় ৪০ টাকার মতো।


তেজগাঁও ডিম ব্যবসায়ী সমবায় সমিতি সভাপতি হাজী আমানত উল্লাহ’র মতে, তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দাম বেড়েছে পোল্ট্রি খাদ্যের। এতে করে লোকসান ঠেকাতে খামারিরা ডিমের দাম বাড়িয়েছে।


ডিমের দামে ওঠানামা নিয়ে খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন খামারি আর পাইকারদের ওপর। তবে, খামারিরা বলছেন সিন্ডিকেটের কথা। 


সিরাজগঞ্জের শিয়ালকোলের লোকমান হোসেন তার খামার থেকে প্রতিদিন ৯ হাজার ডিম পাইকারদের কাছে সরবরাহ করেন। তেলের মূল্যবৃদ্ধির পর গত সপ্তাহ থেকে প্রতিটি ডিমের জন্য তিনি রাখছেন ৮ থেকে সাড়ে ৮ টাকা। কিন্তু সে ডিম ভোক্তাপর্যায়ে গিয়ে ঠেকছে সাড়ে ১২ টাকায়।