বিএম ডিপোতে ফের আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ ০৪:০৬ অপরাহ্ন
বিএম ডিপোতে ফের আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপো বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।


কুমিল্লা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 


এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়। ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার।