মাদারীপুরের কালকিনিতে সারা দেশের ন্যায় পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে কালকিনি থানা পুলিশ। কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে আজ (বৃহস্পতিবার) সকালে কালকিনির প্রধান প্রধান সড়কে র্যালী প্রদক্ষিন করে থানা চত্তরে এসে শেষ করেন। পরে থানার সকল অফিসারসহ সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা ও করা হয়। এ সময় (ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সারা দেশের ন্যায় কালকিনিতে গত ২৭-০১-২০১৯ ইং থেকে পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। আর এ পুলিশ সেবা সপ্তাহ আগামী ০২-০২-২০১৯ইং পর্যন্ত চলবে। আমরা প্রতিটি সাধারন মানুষ ও যেন পুলিশ সেবা থেকে বি ত না হয়, সে লক্ষে কাজ করে যাচ্ছি।
আর এ জন্য স্থানীয় জনপ্রতিনিধী, শিক্ষক,সাংবাদিক সহ সকল শ্রেনীর পেশার ও জনসাধারনের প্রতি আমাদের আহবান, পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি থানার (তদন্ত) ওসি মোঃ হারুন অর-রশিদ, এস আই ওয়াদুদ মিয়া, সঞ্জয় কুমার ঘোষ, সঞ্জয় কুমার সাহা, জসিম উদ্দিন,আলামিন শেখ, বাবুল বসু, অমল কুমার রায়, রবিউল ইসলাম,বিষুপদ হিরা, সনজিব জোয়াদ্দার, আশিকুজ্জামান, পিএসআই মুরাদ উদ্দিন, এ এসআই গোলাপ চান, রাজ কুমার, আবুল বাশার, লব কুমার, শওকত হােসেন ও এ এসআই (মহিলা) পুতুল সেন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।