তৃতীয়বারের মত জাতীয় সংসদ এর স্পিকার নির্বাচিত হওয়ার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শীরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এসময় সংসদের চিফ হুইফসহ অন্যান্য হুইপরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরাবতা পালন করেন। পরে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
স্পীকার ড. শিরিন শারমিন বলেন -- সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র নির্বাচিত সদস্য যারা আছেন তাদের সকলের সমান সুযোগ নিশ্চিত করার মধ্যে দিয়ে একাদশ জাতীয় সংসদ হবে একটি কার্যকর সংসদ। আমি স্পীকার হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এমন ভাবে পরিচালিত করতে চাই- সরকার, বিরোধী দল ও স্বতন্ত্র নির্বাচিত সদস্য যারা আছেন তারা যেন সমান ভাবে সুযোগ পান। কেননা গঠনমূলক আলোচনা, সমালোচনা ও অর্থবহ বিতর্কের মধ্যে দিয়ে গণতন্ত্র সুসংহত হয়।
আমরা সরকারের যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের যে কথা বলছি, সেটা বিরোধী দলের প্রশ্ন জিজ্ঞাসা, নানা বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন, আলোচনা ও সমালোচনার মধ্যে দিয়েই কার্যকর। কাজেই একাদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ হবে এই প্রত্যয় নিয়ে আমরা কাজ শুরু করেছি। তাই গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রা যাতে আরো সুসংসহত হয় সেই লক্ষ্য নিয়েই সংসদ পরিচালনা করব বলে আশা রাখি।’ এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চীপ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, আবু সাইদ আল মাহামুদ স্বপন এবং শামসুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।