গাজীপুর, যশোর ও নেত্রকোণা থেকে পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে একজন কোচিং সেন্টারের শিক্ষক। গতকাল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।র্যাব জানায়, গাজীপুরের যোগীরসীট এলাকায় অভিযান চালায় তারা। এ সময় বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সদস্য রফিকুল ইসলাম ও আকরাম হোসেনকে আটক করা হয়। উদ্ধার হয় প্রশ্ন ফাঁসে ব্যবহৃত মোবাইল ফোন।আটককৃতরা জানান, কোচিং সেন্টারে শিক্ষকতার পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে ফাঁস সংক্রান্ত কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা।এদিকে, যশোরের সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ও কামরুজ্জামান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া নেত্রকোণার সাতপাই বিলপাড় এলাকা থেকেও মহসীন আলম নামে একজনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।