উপজেলা নির্বাচন: আগৈলঝাড়ায় আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৮ অপরাহ্ন
উপজেলা নির্বাচন: আগৈলঝাড়ায় আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার সকালে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার তাদের নিজ নিজ মনোনয়নপত্র উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমানের কাছে জমা দিয়েছেন।  দলীয় মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতের সাথে ছিলেন মন্ত্রী পদ মর্যাদার আবুল হাসনাত আবদুল্লাহ’র এমপি’র একান্ত সকারী মো. খায়রুল বাশার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান জসীম সরদারসহ দলীয় নেতৃবৃন্দ।  প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ। 

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অপূর্ব হালদার, এসএম হেমায়েত উদ্দিন, নিত্যানন্দ মজুমদার, আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলম বাবুল ভাট্টি, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ দলের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।  সহকারী রিটার্নিং মো. সাইদুর রহমান জানান, একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত ও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনটি মনোনয়ন ব্যাতীত অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন নি। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৬ ফেব্রুয়ারি, প্রার্থীতা বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ৭ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। উপজেলায় মোট ভোটার ১লাখ ১২হাজার ১শ ৮৫জন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব