মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৬শে মার্চ ২০১৯ ০১:১৫ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্ত পথে আজ মঙ্গলবার একদিনের জন্য সব ধরনের পন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।  তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশে পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারপার স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে মঙ্গলবার সব ধরণের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেয়া হয়। আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা (এসআই) আব্দুল হামিদ জানান, স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ইনিউজ ৭১/এম.আর