মজুরি কাঠামো বাস্তবায়নসহ আট দফা দাবিতে রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ করে পাটকল শ্রমিকরা বিক্ষোভ করছেন। বুধবার সকাল ৮টার দিকে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ। মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করেন পাটকল শ্রমিকরা। খুলনায় প্রায় ৫০ হাজার শ্রমিক বকেয়া পাওনা পরিশোধসহ ৯ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন। খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা ৭২ ঘণ্টা পালন করেন মিল ধর্মঘট।
পাট খাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার ৭২ ঘণ্টা মিল ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধসহ চার দিনের নতুন কর্মসূচির ডাক দেয় পাটকল শ্রমিক লীগ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।