কক্সবাজারের উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৮ লক্ষাধিক টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, শনিবার দুপুরে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস তল্লাশী করে করে শরীরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১৮৯০ পিস ইয়াবাসহ চট্রগ্রামে আনোয়ারা থানার মৃত চাঁন মিয়ার স্ত্রী মোছাঃ ফরিদা বেগমকে আটক করা হয়।
এছাড়াও একই দিন অপর অভিযানে রেজুখাল যৌথ চেকপোষ্টের সদস্যরা টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশী করে ব্যাগের ভিতর লুকায়িত অবস্থায় ৯৭০ পীস ইয়াবাসহ শরিয়তপুরের জাজিরা থানার মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ রুবেল মিয়া কে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মুল্য ৮ লাখ ৫৮ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামালসহ আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।