আগৈলঝাড়ায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই এপ্রিল ২০১৯ ১২:০০ অপরাহ্ন
 আগৈলঝাড়ায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ প্রতিপাদ্য কিষয়কে সমনে রেখে আগৈলঝাড়ায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আগলৈঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্তর থেকে র‌্যালী বের হয়ে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ আ লিক মহাসড় ও উপজেল চত্তোর ঘুরে হাসপাতাল চত্তরে শেষ হয়। 

পরে আগৈলঝাড়া দূঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক ডা.হিরনময় হালদারের সভাপতিত্বে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, দূঃস্থ মানবতার হাসপাতালের আইন উপদেষ্টা এ্যাড.আবুল কাসেম সরদার, হাসপাতালের চিকিৎসক জাহিদুল ইসলাম, উপজেলা ফাড়িয়ার সভাপতি জুয়েল শিকদার, ম্যানেজার রুস্তুম রাঢ়ী, সুমন ফকির ও মনির মাহামুদ প্রমুখ। এসময় সভায় বক্তারা বলেন, দরিদ্র রোগীদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সব রোগীকে ১০ভাগ ছাড় দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

ইনিউজ ৭১/এম.আর