বরিশালের আগৈলঝাড়ায় সরকার থেকে দুঃস্থ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।উপজেলার ৫টি ইউনিয়নে ৯শত ২জন দুঃস্থ জেলেদের মাঝে চাল বিতরন করা হয়। ফেব্রুয়ারি মাস থেকে মে পর্যন্ত এই ৪মাস জেলেদের প্রতিমাসে জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা ৫টি ইউনিয়নে দুঃস্থ জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়নের এই কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ফিন্ড সহকারী এনায়েত হোসেন, প্যানেল চেয়ারম্যান বিমল বিশ্বাস, ইউপি সদস্য ইসহাক আলম পাইক, সোবাহান মিয়া, রমেশ সরকার, গনেশ পান্ডে, বিমল অধিকারী ভিম, সান্তনা বেগম প্রমুখ। এ ছাড়াও একই দিন রাজিহার ও গৈলা ইউনিয়নে দুঃস্থ জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।