রাষ্ট্রায়ত্ত পাটকলে ১৩ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মে ২০১৯ ০২:৪৩ অপরাহ্ন
রাষ্ট্রায়ত্ত পাটকলে ১৩ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা কর্মবিরতির পাশাপাশি ৩ ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছে। চতুর্থ দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছে শ্রমিকরা। প্রায় ৫০ হাজার শ্রমিক আন্দোলনের ৫ম দিনের কর্মসূচী পালন করছে। পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী-বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহর মজুরী প্রতি সপ্তাহে প্রদানসহ ৯দফা দাবীতে আবারো রাজপথে শ্রমিকরা। কারখানাগুলোতে ৫ম দিনের মতো কর্মবিরতি চলছে। পাটকল শ্রমিকরা জানান ১২ থেকে ১৩সপ্তাহের মজুরি ও ভাতা বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে মানবেতর জীবন কাটছে তাদের। এরআগে মার্চ ও এপ্রিল মাসে দু দফায় বকেয়া পরিশোধের দাবিতে আন্দোলনে নামলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু নেই তার বাস্তবায়ন। তাই আবারো রাজপথে শ্রমিকরা।

এদিকে ৮মে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের সিবিএ কার্যালয়ে পাটকল শ্রমিকলীগের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ নেতারাও এ বৈঠকে যোগ দেন। এসময় খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলে চলমান আন্দোলন অব্যহতসহ ঢাকা ও চট্রগ্রাম অঞ্চলের পাটকলে আগামী ১৩ মে থেকে অনিদিষ্টকালের মিল ধর্মঘটের কর্মসূচী ঘোষণা করা হয়। এছাড়া প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধের ডাক দেয়া হয়।

ইনিউজ ৭১/এম.আর