রাজধানীর ফার্মগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের খবর পেয়ে রেস্তোরাঁর শাটার নামিয়ে তাল ঝুলিয়ে দেন হোটেল মালিকরা। ওই এলাকায় দুইটি হোটেলে অভিযান শেষে প্রিন্স রেস্তোরাঁয় তালাবদ্ধ দেখেন ম্যাজিস্ট্রেট। তালা দেখে ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এসময় রেস্তোরাঁর ভেতরে কেউ থাকলে বাইরে আসার জন্য অনুরোধ জানানো হয়। পরে কারও সাড়া-শব্দ না ফেয়ে তালা ভাঙার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এরপর তালা ভেঙ্গে ৫০ জন ক্রেতাকে বাইরে বের করেন পুলিশ।
রোববার (১২ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ক্রাইম বিভাগের সমন্বয়ে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। রেস্তোরাঁর ক্যাশিয়ার সুমন বলেন, আমরা রমজানের পবিত্রতা রক্ষার্থে ৫টার আগে হোটেল খুলি না। রেস্তোরাঁর ভেতরে এত ক্রেতা কি করে এলো ম্যাজিস্ট্রেটের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, রেস্তোরাঁর ফ্রিজে বাসি-পচা খাবার সংরক্ষণসহ কাঁচা মাছ-মাংস ও রান্না খাবার একইসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া রান্না ঘরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশও দেখা গেছে। রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয় মালিক। কাজে অসহযোগিতাসহ এসব অপরাধে ক্যাশিয়ার সুমনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলেও জানান ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট বলেন, ভেজালবিরোধী অভিযানের খবর পেয়ে প্রিন্স রেস্তোরাঁ শাটারে তালা ঝুলিয়ে দেয়। পরে তালা ভেঙে অবরুদ্ধ ৫০ ক্রেতাকে বাইরে বের করা হয়। পচা-বাসি খাবার সংরক্ষণ ও স্বাস্থ্য সম্মত তেল-লবণ ব্যবহার না করার দায়ে কস্তুরি হোটেলকে ৫০ হাজার টাকা ও নিউ স্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি হোটেলকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।