ইন্দুরকানীতে তামাকজাত দ্রব্যর উপরে সর্বোচ্চ কর আরোপের দাবিতে মাবববন্ধন

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০১৯ ০১:৪৩ অপরাহ্ন
ইন্দুরকানীতে তামাকজাত দ্রব্যর উপরে সর্বোচ্চ কর আরোপের দাবিতে মাবববন্ধন

ইন্দুরকানীতে তামাক জাত দ্রব্যর উপর সর্বোচ্চ কর আরোপের দাবিতে তামাক, মাদক,জঙ্গি বিরোধী জোট( ক্যাট)র’ আহবানে এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বুধবার সকাল ১০টায় উপজেলার ইন্দুরকানী বাজারে তামাক, মাদক, জঙ্গি বিরোধী জোটের সভাপতি কমরেড মেহেদি হাসান হাওলাদারের সভাপতিত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে  উপস্থিত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি  ও জাতীয় ছাত্র নেতা সালমান খান বাদসা, ইন্দুরকানী উপজেলা আওয়ামিলীগের  যুগ্ম সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাওলানা  গীয়াশ উদ্দিন সেলিম, ইপজেলা যুলীগ সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার, সমাজ সেবক হুমাউন কবির হাওলাদার প্রমুখ। মানব বন্ধন সঞ্চালনা করেন ইন্দুরকানী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও তামাক, মাদক, জঙ্গি, বিরোধী জোটের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম।

এসময় মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুন হাওলাদার শিমুল, নাছরুল্লা আল কাফি  আমিনুল ইসলাম বাবু, ইব্রাহিম মল্লিক, সহ পেশাজীবী সদস্য বৃন্দ। অনুষ্ঠনে বক্তার ১৯/২০ আর্থ বছরের বাজেটে তামাক ও জাত দ্রব্যের উপরে সর্বোচ্চ কর আরোপকরে তামাক দ্রব্য ব্যাবহারে মানুষকে নিরউৎসাহি করার আহবান জানান, তামকের খতির প্রভাব তুলে ধরে জন সচেতনা বৃদ্ধির লক্ষে সভা সেমিনারের উপর গুরুত্ব আরোপ করেন। 

ইনিউজ ৭১/এম.আর