সোমবার (১৭ জুন) বিকেলে সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রিপোটার্স ইউনিটির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আজাদ উদ্দিন ঠাকুর।
রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব, দপ্তর সম্পাদক শাহগীর মৃধা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু।উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে শপার্স গ্যালারিতে রিপোটার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্যের দেওয়া বরাদ্দকৃত উত্তোলিত অর্থে রিপোটার্স ইউনিটির নানা উন্নয়ন বাস্তবায়ন নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।