সরাইল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সঙ্গে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই জুন ২০১৯ ১১:৫৫ পূর্বাহ্ন
সরাইল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সঙ্গে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সদস্যদের সঙ্গে সরাইল সার্কেল এর সহকারি পুলিশ সুপার মকবুল হোসেনের মতবিনিময় সভা হয়েছে।সোমবার (১৭ জুন) সন্ধ্যায় সরাইল সার্কেল এর সহকারি পুলিশ সুপার এর কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রিপোটার্স ইউনিটির উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক আজাদ উদ্দিন ঠাকুর, সভাপতি মোঃ নুরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব, দপ্তর সম্পাদক শাহগীর মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু প্রমূখ।

এদিকে মতবিনিময় সভা শুরুর আগে রিপোটার্স ইউনিটির সদস্যরা সরাইল সার্কেল এর নবাগত সহকারি পুলিশ সুপার মকবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায়, সরাইল উপজেলার আইনশৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। বিশেষ করে মাদক নির্মূলে এবং সরাইলের বিভিন্ন এলাকায় সংঘটিত সংঘর্ষ রোধে পুলিশের বিশেষ উদ্যোগের ব্যাপারে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন সহকারি পুলিশ সুপার মকবুল হোসেন। এসময় তিনি এখানকার সংঘর্ষ রোধে ইতিবাচক ভূমিকার জন্যে সাংবাদিকদের সহযোগিতাও চান। সরাইলে বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলার উন্নয়নে এখানকার পুলিশ সদস্যদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন রিপোটার্স ইউনিটির সদস্যরা।

ইনিউজ ৭১/এম.আর