নলছিটিতে ট্রলি উল্টে খালে, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৩শে জুন ২০১৯ ০৮:২০ অপরাহ্ন
নলছিটিতে ট্রলি উল্টে খালে, চালক নিহত

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতের টাওয়ার নির্মাণ কাজের সামগ্রীসহ একটি ট্রলি উল্টে তার নীচে আটকে খালে পড়ে এক চালক মারা গেছে। ওই ট্রলি চালকের নাম আরেজুল ইসলাম (৩১)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মো. ওহিদুল ইসলামের ছেলে। রোববার দুপুরে নলছিটি উপজেলার নলছিটি-মোল্লারহাট সড়কের মাদারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয় নলছিটি থানার এসআই মো. সাইফুল ইসলাম  জানান, সম্প্রতি ঝালকাঠির নলছিটির তালতলা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। কয়েক মাস আগে ঢাকার জিএস ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কাজ শুরু করে। আজ দুপুরে ওই কাজের নির্মাণ সামগ্রী নিয়ে কোম্পানির একটি ট্রলি বরিশাল থেকে নলছিটির তালতলা যাচ্ছিল। ট্রলিটি টাকবাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। আর ট্রলির নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আরেজুল ইসলাম।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ট্রলি চালকের মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. সাইফুল ইসলাম।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব