কালকিনিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জুন ২০১৯ ০৬:৪৬ অপরাহ্ন
কালকিনিতে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

মাদারীপুরের কালকিনিতে সরকারী জমি অবৈধ ভাবে দখল করে মোঃ বাবুল হাওলাদার ও কবির হাওলাদার নামের প্রভাবশালী দুই ব্যাক্তি দোকানঘর নির্মান করেন। খবর পেয়ে ওই অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার চরপালরদী গ্রামের খেয়া ঘাটে সরকারী জমি দখল করে ওই দুই প্রভাবশালী দুইটি দোকানঘর নির্মান করেন। কিন্তু তাদেরকে রমজানপুর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ হানিফ চোকদার নোটিশ প্রদান করলেও তা উপেক্ষা করে নির্মান কাজ চালিয়ে যান। পরে উপজেলা সহকারী কমিশন(ভুমি) এসিল্যান্ড কে অবহিত করলে তিনি থানা পুলিশের সহযোগীতায় নির্মানাধীন দোকান ভেঙ্গে দিয়ে জমি দখল মুক্ত করেন। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশন ভুমি(এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুস সামাদ সিকদার বলেন, সরকারী জায়গা দখল করে দোকান নির্মান করায় তা ভেঙ্গে দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব