বিচারব্যবস্থা ও পুলিশ ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি: আকবর আলি খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৯শে জুন ২০১৯ ০৭:০০ অপরাহ্ন
বিচারব্যবস্থা ও পুলিশ ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি: আকবর আলি খান

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচিব ড. আকবর আলি খান বলেন, বাংলাদেশে নারী নির্যাতন বর্তমানে ভয়াবহ পর্যায়ে রয়েছে। আমরা যদি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চাই তাহলে নারী নিপীড়নের হার কমিয়ে আনতে হবে। আমাদের দেশের বিচারব্যবস্থার ব্যাপক দুর্বলতা রয়েছে। বিচারহীনতা দূর করতে হলে বিচারব্যবস্থা ও পুলিশ ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গতকাল রাজধানীর বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে সিদ্ধেশরী গার্লস কলেজ বিজয়ী হয়। নুসরাত হত্যাকা প্রসঙ্গে ড. আকবর আলি খান বলেন, নুসরাতের হত্যাকা বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। নুসরাত হত্যার সঠিক বিচার হয়তো নারী নিপীড়ন কিছুটা কমিয়ে আনলেও উল্লেখযোগ্য হারে কমাতে পারবে না। পরিস্থিতির পরিবর্তন হবে না।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নুসরাত একটি প্রতীক। এক প্রতিবাদী মেয়ে। মৃত্যুর পূর্ব পর্যন্ত সে বিচারের দাবিতে অটল ছিল। তিনি তার স্মৃতির প্রতি সম্মান রেখে সোনাগাজীর যে মাদ্রাসায় নুসরাত লেখাপড়া করেছে সে মাদ্রাসার নামকরণ নুসরাতের নামে এবং তার মারা যাওয়ার দিনটিকে জাতীয়ভাবে ‘নিপীড়নবিরোধী দিবস’ হিসেবে পালনের দাবি জানান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব