সরাইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৩১শে জুলাই ২০১৯ ০৪:০৫ অপরাহ্ন
সরাইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি

মাদক ও অবৈধ দখলদারদের নিয়ে রিপোর্ট করায় 'দৈনিক আমাদের নতুন সময়' পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিনিধি ও সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন রায়হান সরকার নামে এক মাদকসেবি। রায়হান উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মোজাম্মেল হক সরকার মোহনের ছেলে। তিনি পেশায় একজন দলিল লিখক হলেও তার ভাই শাহজাদাপুর এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নছরু সরকারের মাধ্যমে দীর্ঘদিন যাবত রায়হান গোপনে ইয়াবা কারবার চালিয়ে আসছে। গত মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় সরাইল-নাসিরনগর রাস্তায় প্রকাশ্যে এই প্রাণনাশের হুমকি দিলে সাংবাদিক আরিফুল ইসলাম সুমন মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাংবাদিক সুমন বলেন, রায়হান সরকার দলিল লিখকের অন্তরালে ইয়াবা কারবার চালিয়ে আসছে। তার ভাই নছরু সরকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সম্প্রতি এলাকার মাদক কারবার ও সরকারি জায়গা অবৈধ দখল নিয়ে আমি একাধিক প্রতিবেদন করি। এসব প্রতিবেদন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে একটি কুচক্রী মহলের ইশারায় রায়হান সরকার আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো সহ আমাকে মুঠোফোনে হুমকি দেওয়ায়। মঙ্গলবার আমি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে যাওয়ার সময়ে রায়হান সরকার সহ অজ্ঞাতনামা আরও দু'তিনজন মাদক কারবারি আমার সঙ্গে অশোভন আচরণের পর তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। এসময় রায়হান সরকার আমাকে হুমকি দিয়ে বলেন, 'তাদের বিরুদ্ধে যদি  পত্রিকায় আর কোনো রিপোর্ট করি, তাহলে আমাকে খুন করে লাশ গুম করিয়া ফেলিবে'।

এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করেন দলিল লিখক রায়হান সরকার। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন বলেন, এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিষয়টি নিয়ে সকল সদস্যের মতামতের ভিত্তিতে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/এম.আর