সরাইলে মাদক-দাঙ্গা মুক্তকরতে র‍্যালি ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ১৭ই আগস্ট ২০১৯ ০৩:২৮ অপরাহ্ন
সরাইলে মাদক-দাঙ্গা মুক্তকরতে র‍্যালি ও লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক- দাঙ্গামুক্ত করতে জনসচেতনতা মূলক র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার(১৭আগস্ট) সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়কে এ র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়।

"হৃদয়ে সরাইল" নামে একটি সংগঠনের উদ্যোগে ও সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি উপজেলার উচালিয়া পাড়ার মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদক- দাঙ্গামুক্ত সরাইল গড়তে জনসচেতনতামূলক স্লোগান দেওয়া হয় এবং এলাকার  সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত পথসভায় ব্যক্তারা বলেন,  সরাইল আমাদের জন্মভূমি, সরাইল আমাদের অহংকার, সরাইল আমাদের পরিচয়।

যেকোনো মুল্যে দাঙ্গা,হাঙ্গামা, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। তারা আরো বলেন, আসুন এইসব তথাকথিত সাজানো দাঙ্গাকে উস্কে দিয়ে সুবিধাবাদী গ্রাম্য মোড়লদের চিহ্নিত করে আইনের তুলে দেই।মাদক- দাঙ্গা মুক্ত সরাইল গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন (টিটো) সদর ইউপি চেয়ারম্যান  আব্দুল জব্বার, সরাইল উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এ এম ফরিদ, এছাড়া আরো  ছিলেন,  হৃদয়েে সরাইল সংঘটনের আহবায়ক মোঃ ফয়সাল আহম্মদ দুলাল, সদস্য সচিব মোঃ আলতাফহোসেন,সেলিম ইফরাত,রওশন আলী,তাফসির হোসেন, মোঃ বেলায়েত হোসেন মিল্লাতও এএস আই মোঃ শাহজালালসহ একঝাঁক স্বেচ্ছাসেবীগন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব