শিক্ষিত জাতি গঠনে সরকার বদ্ধ পরিকর: এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২রা সেপ্টেম্বর ২০১৯ ১১:১১ অপরাহ্ন
শিক্ষিত জাতি গঠনে সরকার বদ্ধ পরিকর: এমপি মুকুল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন শিক্ষিত জাতি গঠনে সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্য অর্জণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কারণ শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। তিনি সোমবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এ জনপদকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে গ্রামে বসেই মানুষ শহরের সকল সুবিধা ভোগ করবে। ওই লক্ষ্য অর্জনে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের সর্বাত্বক সহযোগীতার আহবান জানান তিনি। 

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে সমন্বয় সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব