বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৪ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭)ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ওই থেকে টূর্নামেন্ট উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, সুস্থ বিনোদন যুব ও তরুণ সমাজকে অনেক কিছু থেকে দূরে রাখে। বর্তমানে  মাদক একটি সামাজিক ও পারিবারিক ব্যাধিতে পরিনত হয়েছে। তরুণ ও যুব সমাজ যদি ক্রিড়া ও সাংস্কৃতির সাথে জড়িত থাকে তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নের নয়টি এবং পৌরসভার একটি মিলে মোট দশটি দল টূর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সাচড়া ইউনিয়ন একাদশ কুতুবা ইউনিয়ন একাদশের বিরুদ্ধে খেলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব