নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের পাঁচদোনা টু টঙ্গী হাইওয়ে সড়ক থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আয়নাল), একই গ্রামের আরমান মিয়ার ছেলে আল-আমিন, মিলন মিয়ার ছেলে শিবু মিয়া, ফিরুজ মিয়ার ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন মিয়া।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের পাঁচদোনা টু টঙ্গী হাইওয়ে সড়কে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল-আমিন হাওলাদার বিশেষ অভিযান চালায়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।