মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ১৬ই সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৫ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বীর মুক্তিযোদ্বা মোঃ রফিজ উদ্দিন ( ৭০) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।রবিবার(১৫ সেপ্টেম্বর) বাদ জোহর সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর মরদেহ রাষ্ট্রীয় সম্মান জানান সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এসএম মোসা।

এদিকে তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন  রাজনৈতিক নেতাকর্মী শোক প্রকাশ করেছেন,মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম,সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমত আলী, উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ আর মনোয়ার উদ্দিন মদন, মুক্তিযোদ্বা এডঃ আব্দুর রাশিদ,এডঃ জয়নাল উদ্দিন জয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

সরাইল উপজেলার সদর ইউনিয়ন কুট্টাপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন, মৃত্যুকালে  স্ত্রীও তিন পুত্র সন্তান  রেখে যান। পরিবার সুএে জানাযায়, আজ সকালে তিনি নিজ বাড়িতে  মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজা কুট্টাপাড়া হেলালিয়া হাফেজিয়া মাদরাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।