জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মনে করছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া ‘অসম্ভব'৷ রাখাইনে এখনও থাকা প্রায় ছয় লাখ রোহিঙ্গা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকিতে' রয়েছে বলে জানান তারা৷
মানবাধিকার পরিষদ গঠিত এই মিশন গতবছর ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযানকে ‘গণহত্যা' বলে আখ্যায়িত করেছিল৷ সেই সময় তারা সেনাবাহিনীর প্রধান মিন অং লায়িংসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও বিচার দাবি করেছিলেন৷
জাতিসংঘের দলটি বলছে, মিয়ানমারের রাখাইনে এখনও ছয় লাখ রোহিঙ্গা রয়েছে৷ তারা ‘গণহত্যার মারাত্মক ঝুঁকির' মধ্যে রয়েছে বলে জানিয়েছে তারা৷ মিয়ানমার নিয়ে এই দলের তৈরি করা চূড়ান্ত প্রতিবেদনটি মঙ্গলবার জেনেভায় উপস্থাপন করা হবে৷
রিপোর্টে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন একশোর বেশি ব্যক্তির নাম আছে বলে জানানো হয়েছে৷ দলটি গতবছর সেনাবাহিনীর ছয়জন জেনারেলের নাম উল্লেখ করেছিল৷ সূত্র ; ডয়চে ভেলে
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।