কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
ফরাজী মো.ইমরান, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫০ অপরাহ্ন
 কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস ২০১৯ পালিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যটন হলিডে হোমস’র সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সী-বীচে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। কুয়াকাটা হলিডে হোম্স এর ব্যবস্থাপনা পরিচালক সুবাস নন্দীনের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় ট্যুরিস্ট পুলিশ সুপার রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাশ, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা প্রমুখ। পরে কুয়াকাটা ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন (টোয়াক) সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এছাড়া টোয়াক নিরাপদ খাবার পরিবেশনের জন্য বীচে খাবার বিক্রেতাদের মাঝে গ্লোবস, মাক্স ও টুপি বিতরণ করে। সবশেষে পর্যটন হলিডে হোমসে আলোচনা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোশিয়েশন (কুটুম) অংশগ্রহন করেন।