সরাইলে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ০৯:১১ অপরাহ্ন
সরাইলে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু-দিন ব্যাপী স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িযা (৩১২) মহিল সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। 
সভা সভাপতিত্ব করেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম।

ডাঃ আনাস ইবনে মালেকের পরিচানায় বক্তব্য রাখেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলী, সাংবাদিক মোঃ বদর উদ্দিন বদু, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল কমিউনিটি হেলথ কেয়ারের মোঃ রাজিব প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, অফিসের কর্মকর্তা, উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব